Ads (728x90)

সামাজিক যোগাযোগ বা কোনো ওয়েবসাইটের বড় ওয়েব ঠিকানা অন্যের সঙ্গে ভাগ (শেয়ার) করার প্রয়োজন পড়ে। এমন ঠিকানা মনে রাখা যেমন ঝামেলার, তেমনি লিখতে গেলেও ঝক্কি পোহাতে হয়। তবে গুগলের একটি সেবা দিয়ে চাইলেই বড় ঠিকানাকে ছোট করে নেওয়া যায়।
ধরুন http://www.prothom-alo.com/technology/article/92182 এমন ওয়েব ঠিকানা অন্যকে জানাতে চান।এটিকে ছোট করতে http://goo.gl ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে ঢুকে ওপরে ডানে যেকোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করে নিন। সাইন-ইন না করলেও কাজ করা যাবে, তবে সাইন-ইন করলে যত সংক্ষিপ্ত ঠিকানা তৈরি করবেন, সেটি এখানে জমা থাকবে।

এবার বড় ওয়েব ঠিকানাটাকে Paste your long URL here: ঘরে পেস্ট করে Shorten URL বোতাম চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে বড় সংযোগ ছোট করে http://goo.gl/KMKlzO ঠিকানার মতো একটি নতুন সংযোগ পাওয়া যাবে। Ctrl + C চাপলে সংযোগটি কপি হয়ে যাবে এবং যে কারও সঙ্গে তা ভাগ করা যাবে।

Post a Comment