ধীর গতির ইন্টারনেট সংযোগ আমাদের অনেকের জন্য অনেক চিন্তার একটি বড়
কারণ । অনেক দেশে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাল ইন্টারনেট গতি পান না ।
আপনি যদি তাদের একজন হন, তাহলে অবশ্যই এই পোস্ট থেকে আপনি সহায়তা পাবেন ।
এখানে আমি আপনাদেরকে আপনাদের কম্পিউটারের ইন্টারনেট গতি ২০ % বৃদ্ধি করার
ট্রিকস জানাবো।
সাধারণত, আপনাদের কম্পিউটার ( উইন্ডোজ ৭ ) আপডেটের জন্য ২০ % ব্যান্ডউইথ সংরক্ষণ করে রাখে সেটা আপনি ০ % তে নামিয়ে আনতে পারেন যাতে করে আপনি সেই অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহার করে আপনার ইন্টারনেট এর গতি আরো বৃদ্ধি করতে পারেন । উপায় টি এরকম । :
পদক্ষেপগুলো :
১। প্রথমে, উইন্ডোজ বাটন + আর বা স্টার্ট > সাচ বক্সে রান টাইপ করুন >এনটার ক্লিক করুন ।
একটি রান কমান্ড উইন্ডো প্রদর্শিত হবে ।
বক্সে gpedit.msc টাইপ করুন এবং ওকে প্রেস করুন । {অথবা এন্টার চাপুন ।] .
নিচের স্ক্রিনশট দেখুন ।
২। এখন একটি নতুন উইন্ডো প্রদর্শিত হবে । কম্পিউটার কনফিগারেশন এ ক্লিক করুন > এডমিন্সট্রেটিভ টেমপ্লেট > নেটওয়ার্ক > QoS প্যাকেট সিডিউল > লিমিট রিজারভেবল ব্যান্ডউইথ ।
নিচের স্ক্রিনশট দেখুন:
লিমিট রিজারভেবল ব্যান্ডউইথ এ ক্লিক করলে , একটি নতুন উইন্ডো চলে আসবে ।
পাশে এনাবল এর পাশে রেডিও বাটন এ ক্লিক করুন । [ নীচের স্ক্রিনশট মধ্যে ১ হিসেবে চিহ্নিত
এখন] ব্যান্ডউইথ লিমিট (%) বাক্সে ২০ এর জায়গায় ০ করুন । [ নীচের স্ক্রিনশট মধ্যে ২ হিসাবে চিহ্নিত ]
অবশেষে উইন্ডোর নীচের অংশে এপ্লাই বাটনে ক্লিক করুন । [ নিচের স্ক্রিনশট এ ৩ হিসেবে চিহ্নিত ]
এখন, আপনার কম্পিউটার সংরক্ষিত অতিরিক্ত ২০% ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে । তাই আপনি আপনার কম্পিউটার এর ইন্টারনেট গতিতে সামান্য পরিবর্তন দেখতে পাবেন ।
আপনার কম্পিউটারের ২০ শতাংশ ইন্টারনেট গতি বৃদ্ধির পদ্ধতি সংক্রান্ত এই পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
নোটঃ এই পোস্টটি লিখতে কয়েক ঘন্টার গবেষনা ও প্রস্তুতির প্রয়োজন হয়েছে ।
পোস্টটি ভালো লেগে থাকলে, ধন্যবাদ হিসেবে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন অথবা আপনার মূল্যবান মতামত দিন।
সাধারণত, আপনাদের কম্পিউটার ( উইন্ডোজ ৭ ) আপডেটের জন্য ২০ % ব্যান্ডউইথ সংরক্ষণ করে রাখে সেটা আপনি ০ % তে নামিয়ে আনতে পারেন যাতে করে আপনি সেই অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহার করে আপনার ইন্টারনেট এর গতি আরো বৃদ্ধি করতে পারেন । উপায় টি এরকম । :
পদক্ষেপগুলো :
১। প্রথমে, উইন্ডোজ বাটন + আর বা স্টার্ট > সাচ বক্সে রান টাইপ করুন >এনটার ক্লিক করুন ।
একটি রান কমান্ড উইন্ডো প্রদর্শিত হবে ।
বক্সে gpedit.msc টাইপ করুন এবং ওকে প্রেস করুন । {অথবা এন্টার চাপুন ।] .
নিচের স্ক্রিনশট দেখুন ।
২। এখন একটি নতুন উইন্ডো প্রদর্শিত হবে । কম্পিউটার কনফিগারেশন এ ক্লিক করুন > এডমিন্সট্রেটিভ টেমপ্লেট > নেটওয়ার্ক > QoS প্যাকেট সিডিউল > লিমিট রিজারভেবল ব্যান্ডউইথ ।
নিচের স্ক্রিনশট দেখুন:
লিমিট রিজারভেবল ব্যান্ডউইথ এ ক্লিক করলে , একটি নতুন উইন্ডো চলে আসবে ।
পাশে এনাবল এর পাশে রেডিও বাটন এ ক্লিক করুন । [ নীচের স্ক্রিনশট মধ্যে ১ হিসেবে চিহ্নিত
এখন] ব্যান্ডউইথ লিমিট (%) বাক্সে ২০ এর জায়গায় ০ করুন । [ নীচের স্ক্রিনশট মধ্যে ২ হিসাবে চিহ্নিত ]
অবশেষে উইন্ডোর নীচের অংশে এপ্লাই বাটনে ক্লিক করুন । [ নিচের স্ক্রিনশট এ ৩ হিসেবে চিহ্নিত ]
এখন, আপনার কম্পিউটার সংরক্ষিত অতিরিক্ত ২০% ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে । তাই আপনি আপনার কম্পিউটার এর ইন্টারনেট গতিতে সামান্য পরিবর্তন দেখতে পাবেন ।
আপনার কম্পিউটারের ২০ শতাংশ ইন্টারনেট গতি বৃদ্ধির পদ্ধতি সংক্রান্ত এই পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
নোটঃ এই পোস্টটি লিখতে কয়েক ঘন্টার গবেষনা ও প্রস্তুতির প্রয়োজন হয়েছে ।
পোস্টটি ভালো লেগে থাকলে, ধন্যবাদ হিসেবে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন অথবা আপনার মূল্যবান মতামত দিন।
Post a Comment