Ads (728x90)


সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের কাছে নিয়ে আসলাম ফ্রী নেট। ফ্রী ইন্টারনেট এর জন্য তো অনেক টিপস দেখলেন। কিছু টিপস কাজে লাগে এবার কিছু টিপস কাজে লাগে না। কিন্তু এবার কাজে লাগবেই। আমি যে টিপসটা আপনাদের দিবো এর দিয়ে আপনারা খুব সহজে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন যে, কোন সিম থেকে তবে এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসারন করতে হবে। এই টিপস দিয়ে সুদু আপনি বাংলাদেশ না বিশ্বের যে কোন দেশ দেখে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। অনেক বকবক করলেন, কিছু করার নাই। কোন কিছু বাবহারের আগে কিছু বিস্তারিত
জানা দরকার। চালুন কাজের কথা বলি।
আপনাদের যা যা লাগবে :
  1. একটা পিসি।
  2. একটি সফটওয়্যার।
  3. একটি সিম।
  4. আপনার সিম অপারেটর DNS.
আমি আপনাদের একটা সফটওয়্যার দিবো এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন সিম ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। প্রথমে সফটওয়ার টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুনঃ এখান থেকে
সফটওয়্যার টি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলেন। তারপর নিচের পিকচার এর মত আসলে Configure এ ক্লিক করুন।
your-freedom-configure

আমি আপনাদের সুদু GP সিম এর বলব বাকি সিম এর Configure আপনারা নিজে নিজে করে নিবেন। এখন Address box এ ms10.your-freedom.de;119.30.37.10 দেন। আমি এবার বলছি এটা সুদু gp জন্য। অন্য সিম এ ms10.your-freedom.de;(এখনে আপনার DNS) ব্যাবহার করতে হবে। GP DSN 119.30.37.10 ব্যাবহার করা হয়েছে। Connection Mode DNS দিন। নিচের পিকচার এর মত Avoid Using DNS and DNS Mode: No Direct Conn..এ টিক দিন।
sarkarzone

এখন উপরে Account Information ক্লিক করেন, তারপর Username : sarkarzone Password : sarkarzone.com দিন। কাজ শেষ হলে Save and Exit ক্লিক করুন।  আপনি আপনার নামেও অ্যাকাউন্ট করতে পারবেন।


এখন নিচের মত পিকচার আসলে Ports এ ক্লিক করুন। তারপর  Web Proxy box এ টিক দিন। এখন আপনার কাজ শেষ।
your-freedom-local-webproxy

Status মেনু তে যান এবং Start Connection এ ক্লিক করুন। বুজতে সমস্যা হলে এই সাইট এ দেখতে পারেন। এখনে ইংলিশ দিয়ে আসে।
Connection করার আগে আপনাকে সিম এ যে কোন package চালু করতে হবে।

Post a Comment