বন্ধুরা আজকে আমি আপনাদের যে জিনিসটি শেয়ার করতে যাছি সেটি আমি অনেক আগে
থেকে আমার ব্লগে ব্যবহার করি তবে আজকের টি আর আমি যেটি ব্যবহার করি তার রঙ
আলাদা , যাই হোক এটা দেখতে আমার খুব ভাল লাগে আমি ভাবলাম আপনাদেরও কাজে
আসতে পারে তাহলে দেরি না করে কিভাবে যুক্ত এবং ব্যবহার করবেন নীচে থেকে
দেখে নিন ।
==> এবার দেখে নিন কিভাবে এটিকে আপনি আমার মতো আপনার ব্লগে পোস্ট করবে ।
১// আপনার ব্লগ লগ ইন করুন ।
২// ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
৩// এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
]]></b:skin>
৪// উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
==> এবার দেখে নিন কিভাবে এটিকে আপনি আমার মতো আপনার ব্লগে পোস্ট করবে ।
১// আপনার ব্লগ লগ ইন করুন ।
২// ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
৩// এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
]]></b:skin>
৪// উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
kbd{
border:1px solid gray;
font-size:1.2em;
box-shadow:1px 0 1px 0 #eee, 0 2px 0 2px #ccc, 0 2px 0 3px #444;
-webkit-border-radius:3px;
-moz-border-radius:3px;
border-radius:3px;
margin:2px 3px;
padding:1px 5px;
}
border:1px solid gray;
font-size:1.2em;
box-shadow:1px 0 1px 0 #eee, 0 2px 0 2px #ccc, 0 2px 0 3px #444;
-webkit-border-radius:3px;
-moz-border-radius:3px;
border-radius:3px;
margin:2px 3px;
padding:1px 5px;
}
৫// এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।
==> এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে এটাকে পোস্ট করবেন ।
=> পোস্ট করার সময় নীচের কোডটি HTML হিসাবে পোস্ট করুন । কোড এবং চিত্র নীচে দেখুন ।
<kbd>Ctrl</kbd> + <kbd>F</kbd>
==> আশাকরি বুঝতে কোন সমস্যা হল না । কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি হেল্প করবো ।
Post a Comment