১// আপনার পিসি অন করুন তারপর ডানপাশ থেকে Settings এ ক্লিক করে Change PC Settings এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন ।
২// এবার Users এ ক্লিক করুন তারপর একটি পাসওয়ার্ড সেট করুন । নীচের চিত্রে দেখুন ।
৩// এবার ঐ পেজ থেকে Create a Picture password এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৪// এবার আপনার পাসওয়ার্ড টাইপ করুন । নীচের চিত্রে দেখুন ।
৫// এবার Choose Picture এ ক্লিক করে একটি ফটো নিন আপনার পিসি থেকে তারপর Open এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৬// এবার Use this picture এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৭// এবার আপনি ফটোর যে ইস্থান টিকে পাসওয়ার্ড হিসবে ব্যবহার করতে চান সেই
ইস্থা দেখিয়ে দিন এর জন্য আপনাকে ১ - ২ - ৩ টি স্টেপ পার করতে হবে । নীচের
চিত্রে দেখুন ।
৮// এই ভাবে ২ বার করতে হবে তারপর Finsh এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৯// ব্যাস এবার আপনার পিসি লক করে দেখুন পাসওয়ার্ড হিসবে যে ফটো সেট
করেছিলেন সেটি দেখাবে । যে ইস্থা সিলেক্ট করেছিলেন সেভাবে সিলেক্ট করুন
আপনার পিসি খুলে যাবে ।
১০// আপনি যদি চান এই পিকচার পাসওয়ার্ড দিবেন না তাহলে Create a Picture
password এর পাশে Remove এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
নোট ঃ কোন ভাবে পাসওয়ার্ড ভুলেগেলে আমাকে দিয়ে করবেন না । তাই যে ভাবে পাসওয়ার্ড সেট করবেন সেটিকে ভাল ভাবে মনে রাখেবেন ।
==> আমার উপরের টিপস দেখে ঠিক ভাবে না বুঝলে নীচের ভিডিও টিপস টি দেখুন খুব সুন্দর ভাবে দেখান হয়
==> ভিডিও মাত্র দুই মিনিটের তাই আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন । তাছাড়া কোন সমস্যা হলে আমাকে যাবেন আমি হেল্প করবো ।
Post a Comment