মুক্ত অপারেটিং সিস্টেম টাইযেন মূলত লিমো ও মিগো প্লাটফর্মের যৌথ উদ্দ্যোগ। ইন্টেল, স্যামসাঙ, প্যানাসনিক, হুয়াওয়ে, এনএফসি সহ এক বৃহৎ সংখ্যক হার্ডওয়্যার নির্মাতা ও মোবাইল অপারেটর সমর্থিত প্রকল্প এই টাইযেন। লিনাক্স
ভিত্তিক এই মুক্ত অপারেটং সিস্টেম একাধারে মোবাইল ফোন, অটোমোবাইল, স্মার্ট টেলিভিশন ও এমবেডেড সিস্টেম-এ ব্যবহার করা যাবে। টাইযেন অপারেটিং সিস্টেমে চালিত এইচটিএমএল৫ অ্যাপলিকেশন পারফরম্যান্সের ক্ষেত্রে এগিয়ে ছিল দুনিয়ার তাবৎ স্মার্টফোন থেকে- এ তথ্য প্রকাশিত হয় চলতি বছরেরই জানুয়ারী মাসে। আর প্রযুক্তি দুনিয়ায় এইচটিএমএল৫-কে বেশ কিছুদিন ধরেই মনে করা হচ্ছে 'ভবিষ্যতের প্রযুক্তি'। অ্যান্ড্রয়েড আর আইওএস-এর সাথে টাইযেন-এর নাম উচ্চারিত হবে কিনা অদূর ভবিষ্যতে তা অবশ্য নির্ভর করবে সেই অ্যাপস নির্মাতাদের উপর যারা জনপ্রিয় করেছেন প্রথমোক্ত দুই অপারেটিং সিস্টেমকে।
Post a Comment