Ads (728x90)

আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করার যার দ্বারা আপনি আপনার পিসি এর ফোল্ডার গুলি কে মনের মতো রাঙিয়ে তুলতে পারবেন । সফটওয়্যার টির নাম হল  FolderColorizer এই সফটওয়্যার টি সম্পর্কে হয়তো অনেকে জানেন , কিন্তু আমার যেসকল বন্ধু জানেন না তাদের জন্য আমার এই পোস্ট ।তা হলে কিভাবে করবেন তা দেখতে একটু নিচে যান ।


* প্রথমে নিচে থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন , তারপর সাধারন ভাবে সফটওয়্যার টি ইন্সটল করুন ব্যাস কাজ শেষ ।
এবার কোন একটি ফোল্ডার এর উপর মউস এর রাইট ক্লিক করুন তারপর Colorize! তে মউস রাখুন তাহলেই বুজতে পারবেন । নীচের চিত্র দেখুন ।

* এবার যে কোন রঙে ক্লিক করলে আপনাকে অ্যাক্টিভ করতে বলবে সেখানে আপনার Email দিয়ে অ্যাক্টিভ করে ফেলুন ,নীচের চিত্রে দেখুন ।
* ব্যাস অ্যাক্টিভ হয়েগেছে , এবার মন তো রঙ দিন আপনার ফোল্ডার কে । আর হ্যাঁ আপনি চাইলে রঙ নিজের মতো করে বানিয়েও নিতে পারেন এর জন্য আপনাকে Colors এ ক্লিক করতে হবে । 
সফটওয়্যার টি ডাউনলোড করুন
( Password - Asobondhu ) 


* সফটওয়্যার টি windows 7 , windows xp , windows 8 এর 32 এবং 64 Bit এ সাপোর্ট করবে ।

Post a Comment