Ads (728x90)

ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোনজনপ্রিয় ওয়েব ব্রাউজার নির্মাতা মজিলা তাদের ফায়ারফক্স মোবাইল অপারেটিং সিস্টেম সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন মোবাইল অপারেটর এবং হার্ডওয়্যার কোম্পানির সাথে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপে দক্ষিন আমেরিকার দেশগুলোর বাজারে আসে এই স্মার্টফোন। দ্বিতীয় ধাপে জার্মানি, হাঙ্গেরি, গ্রীস সহ ইউরোপের একাধিক দেশের বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে এইচটিএমএল৫ ভিত্তিক ফায়ারফক্স স্মার্টফোন।



সম্প্রতি নরওয়েভিত্তিক টেলিকম কোম্পানি টেলিনর হাঙ্গেরি, সার্বিয়া এবং মন্টেনেগ্রতে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন বাজারজাত করার ঘোষণা দিয়েছে। টেলিনরের পরিকল্পনা রয়েছে ২০১৪ সাল নাগাদ এশিয়ার দেশসমূহে ফায়ারফক্স স্মার্টফোন বাজারজাত করার। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সর্ববৃহৎ অংশীদার এই টেলিনর। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডনেট বলছে, আগামীবছর নাগাদ বাংলাদেশে ফায়ারফক্স ওএস চালিত সাশ্রয়ী স্মার্টফোন বাজারজাত করবে টেলিনরের বাংলাদেশ ইউনিট গ্রামীণফোন।


Post a Comment