Ads (728x90)

বন্ধুরা আজকে আমি আপনাদের যে জিনিসটি শেয়ার করতে যাছি সেটি আমি অনেক আগে থেকে আমার ব্লগে ব্যবহার করি তবে আজকের টি আর আমি যেটি ব্যবহার করি তার রঙ আলাদা , যাই হোক এটা দেখতে আমার খুব ভাল লাগে আমি ভাবলাম আপনাদেরও কাজে আসতে পারে তাহলে দেরি না করে কিভাবে যুক্ত এবং ব্যবহার করবেন নীচে থেকে দেখে নিন ।







==> এবার দেখে নিন কিভাবে এটিকে আপনি আমার মতো আপনার ব্লগে পোস্ট করবে ।


১//  আপনার ব্লগ লগ ইন করুন ।


২//  ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।


৩//  এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


]]></b:skin>


৪//  উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।


kbd{
border:1px solid gray;
font-size:1.2em;
box-shadow:1px 0 1px 0 #eee, 0 2px 0 2px #ccc, 0 2px 0 3px #444;
-webkit-border-radius:3px;
-moz-border-radius:3px;
border-radius:3px;
margin:2px 3px;
padding:1px 5px;
}


৫//  এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।


==> এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে এটাকে পোস্ট করবেন ।


=> পোস্ট করার সময়  নীচের কোডটি  HTML হিসাবে পোস্ট করুন । কোড এবং চিত্র নীচে দেখুন ।


<kbd>Ctrl</kbd> + <kbd>F</kbd>







==> আশাকরি বুঝতে কোন সমস্যা হল না । কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি হেল্প করবো ।

Post a Comment