Ads (728x90)


IDM তো প্রায় সবাই ব্যবহার করেন। কেউ ফ্রী ভার্সন, আবার কেউ প্যাচড ভার্সন। যারা ফ্রী ভার্সন নিয়ে সন্তুষ্ট, তাদের কিছুই বলার নেই। কিন্ত যারা প্যাচড ভার্সন ব্যবহার করেন এবং প্রতিবার আপডেট ভার্সন বের হবার পর নতুন করে প্যাচড ভার্সন এর জন্য অপেক্ষা করেন, তাদের জন্যই মূলত এই টিউন।
হ্যা, ভাই! এসে গেছে! রুপালি পর্দায়...থুক্কু...আপনার কম্পিউটার এর পর্দায় আজীবন ব্যবহার করুন IDM! ফুল ভার্সন! একদম ফ্রী তে!
ধাপ ১- IDM এর যে কোন ভার্সন ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
ধাপ ২- এখান থেকে "IDM with lifetime crack" সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং পিসি তে ইন্সটল করে রান করুন।
ধাপ ৩- নিচের ছবিটির মত একটা উইন্ডো আসবে। Start বাটনে ক্লিক করুন।
IDM with lifetime crack
ব্যস! মামলা খতম। IDM প্যাচ হয়ে গেছে। নিশ্চিত হবেন নিচের ছবিটির মত ডায়ালগ বক্স দেখলে-

এখন আসল বিষয়। IDM -এর আপডেট ভার্সন বের হয়েছে, কিন্তু সেটার প্যাচড ভার্সন বের হয়নি। কি করবেন? জাস্ট চ্যাও চ্যাও...
ধাপ ৪- নিচের ছবির মত "Update" বাটনে ক্লিক করুন।

এই পর্যায়ে আপনার স্ক্রিনে নিচের ছবিটির মত একটি ডায়ালগ বক্স আসবে। OK করুন। আপনার সিস্টেম ট্রে থেকে IDM আইকন উধাও হয়ে যাবে এবং IDM এর সব প্রসেস বন্ধ হয়ে যাবে।

ধাপ ৫- এবার স্টার্ট মেন্যু থেকে নতুন করে IDM রান করুন এবং আপডেট করুন। নিচের ছবিগুলোর মত-



ধাপ ৬- আপডেট হয়ে গেলে ধাপ ৩ এর মত করুন।
তারপর নিচের ছবির মত চেক করে দেখুন আর খুশিতে বাকবাকুম হয়ে যান।

Post a Comment