Ads (728x90)

নরম্যান্ডি - নকিয়া অ্যান্ড্রয়েড ফোনদীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নকিয়া আনতে যাচ্ছে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোন। সম্প্রতি টুইটারে ফাঁস হওয়া এক ছবিতে প্রথমবারের মত শক্ত প্রমাণ মেলে নকিয়ার অ্যান্ড্রয়েড অভিসারের।

নরম্যান্ডি - নকিয়া অ্যান্ড্রয়েড ফোন

মূলত: দুটি কারণে এই আকস্মিক সংবাদ মনোযোগের দাবী রাখে। নকিয়া দীর্ঘদিন যাবৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চেয়ে তার নিজস্ব সিরিজ ৪০ ও পরবর্তীতে আশা অপারেটিং সিস্টেমকে প্রাধাণ্য দিয়ে আসছে। বিগত এক দশকে মোবাইল ফোনে যে বিপ্লব সম্ভব হয়েছে তার নেপথ্য কারণ যতটা ফোন নির্মাতা, তার চেয়ে কোন অংশে কম নয় অ্যাপ্লিকেশন নির্মাতা। আর বাস্তবতা হচ্ছে,
নকিয়ার তৈরী কোনও অপারেটিং সিস্টেমই এই অ্যাপস নির্মাতাদের প্রথম পছন্দ হতে পারেনি সাম্প্রতিককালে। তাই সম্ভবত: এবার অ্যাপস নির্মাতাদের পছন্দের প্লাটফর্মের দিকেই নকিয়ার যাত্রা। দ্বিতীয় কারণটি প্রথমটির চেয়ে আরও অধিক বিস্ময়-জাগানিয়া। মাইক্রোসফট যখন নকিয়া অধিগ্রহণ করে তার প্রধান কারণ হিসেবে ধরে নেয়া হয়েছিল ক্রমাগত পিছিয়ে পরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এগিয়ে নেয়া। তবে মূল উদ্দেশ্যটি অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে মাইক্রোসফটের বিভিন্ন সেবার বিপণন। এবার এই মূল কাজটিই মাইক্রোসফট করতে যাচ্ছে একটি পরিবর্তিত অ্যান্ড্রয়েড সংস্করণের মাধ্যমে যেখানে অ্যান্ড্রয়েড ফোনেই আরও স‌হজলভ্য হবে মাইক্রোসফট সেবা। আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসতে পারে নরম্যান্ডি নামের নকিয়ার এই সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোন।

Post a Comment

  1. মোবাইলটির দাম কত?

    ReplyDelete
  2. পুরাতন মোবইল কি কেউ বিক্রি করবে ?

    ReplyDelete