Ads (728x90)

বন্ধুরা সবাই ক্যামন আছেন  আশাকরি সবাই খুব ভাল আছেন , আমিও আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই খুব আজকে আমি খুব দরকারি একটি টিপস নিয়ে এলাম বর্তমানে মাইক্রোসফট এর উইন্ডোজ ৮ তারপর হালেই বের হল নতুন কিছু নিয়ে উইন্ডোজ ৮.১ আমারা উইন্ডোজ ৮ এক্টিভ করে নিতে পারলেও অনেকে উইন্ডোজ ৮.১ এক্টিভ করেতে গিয়ে নানান সমস্যার সম্মখিন হছেন আশাকরি আজকে থেকে আর সেই সমস্যাই পড়তে হবে না ।
আজকে আমি আপনাদের একটি পিডিফ বই দেবো যেখানে সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে এক্টিভ করবেন তার বিস্তারিত । আগে থেকে বলে রাখি এর জন্য স্ক্যপি এর দরকার হবে । যাই হক বইটি পড়লেই কি লাগবে সব বুজতে পারবেন । তাহলে নীচে থেকে ডাউনলোড করে নিন ।




==>>>  বাংলা ইবুক ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না কারণ ড্রপ বক্স এ Upload করে দিয়েছি । 
><><><><><><><><><><><><><><><><><><><><><><><><

Post a Comment